News71.com
 Bangladesh
 20 Jul 25, 09:10 AM
 60           
 0
 20 Jul 25, 09:10 AM

ঢাকার জাতিসংঘ মানবাধিকার মিশন প্রশিক্ষণ, কারিগরি ও আইনি সহায়তা দেবে॥প্রেস উইং  

ঢাকার জাতিসংঘ মানবাধিকার মিশন প্রশিক্ষণ, কারিগরি ও আইনি সহায়তা দেবে॥প্রেস উইং   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি মিশন চালু করতে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মিশন চালুর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করা। এর মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি, আইনি কাঠামোর উন্নয়ন ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে। এছাড়া, বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য। এই উদ্যোগটি সরকারের সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতির প্রতিফলন, বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন