News71.com
 Bangladesh
 20 Jul 25, 11:19 AM
 64           
 0
 20 Jul 25, 11:19 AM

স্বাধীনতাযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই॥ মির্জা ফখরুল  

স্বাধীনতাযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই॥ মির্জা ফখরুল   

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ হচ্ছে আমাদের মূল কথা। স্বাধীনতার যুদ্ধ আমাদের মূল কথা, ওখানে কোনো কম্প্রোমাইজ (আপস) নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই।গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। আলোচনাসভায় তিনি বলেন, ‘যত দিন যাচ্ছে দেশের পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে’ তিনি অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার জন্য অন্তর্বর্তী সরকার এবং ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন