News71.com
 Bangladesh
 22 Jul 25, 10:03 PM
 49           
 0
 22 Jul 25, 10:03 PM

বিমান বিধ্বস্তের কারন অনুসন্ধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের॥  

বিমান বিধ্বস্তের কারন অনুসন্ধানে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে সাত দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ কয়েকটি নির্দেশ দেন। অপর নির্দেশনায় এই দুর্ঘটনায় আহতদের দেশে-বিদেশে সরকারি ব্যয়ে যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নম্বরসহ সব শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র নিশ্চিতে দ্রুত উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই প্রতি মাসে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন