নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৬ বছরের কিশোর আব্দুল কাইয়ুম আহাদ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ নির্দেশ দেন।রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলারও আসামি তিনি। এই মামলায় আজ সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানো হলো। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতের হাজতখানা নেওয়া হয় খায়রুল হককে। রাত ৮টার পর আদালতের কাঠগড়ায় হাজির করা হয় তাঁকে।