News71.com
 Bangladesh
 24 Jul 25, 11:01 PM
 35           
 0
 24 Jul 25, 11:01 PM

মাইলস্টোন ট্রাজেডি॥ মৃতের সংখ্যা বেড়ে ২৯, চিকিৎসাধীন ৫৭  

মাইলস্টোন ট্রাজেডি॥ মৃতের সংখ্যা বেড়ে ২৯, চিকিৎসাধীন ৫৭   

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। আর এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৭ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের বরাতে এ তালিকা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই তালিকা অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। সিএমএইচে চিকিৎসাধীন ১১ জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন