নিউজ ডেস্কঃ ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন হলেও প্রয়োজনে ছয় মাসের নোটিশে সেটি প্রত্যাহার করতে পারবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আমাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছি। চটজলদি কোনো সিদ্ধান্ত নিইনি, সময় নিয়ে পর্যালোচনা করে পদক্ষেপ নিয়েছি।’ দুই বছর পর এই চুক্তি পুনঃপর্যালোচনা করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। চীনের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ কোনো দেশের প্রকল্প থামাতে পারবে না, তবে আমরা নজর রাখব যেন কোনো ক্ষতি না হয়।’ চীনা রাষ্ট্রদূতের বরাত দিয়ে তিনি বলেন, ‘পানি প্রত্যাহারের জন্য নয়, এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা পানিপ্রবাহে বিঘ্ন ঘটাবে না।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক আলোচনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘এই আলোচনা এখনো চলমান। চূড়ান্ত কিছু হয়নি বলে মন্তব্য করাটা অপ্রাসঙ্গিক হবে। যারা আলোচনা করছেন, তারাই বলতে পারবেন।’