News71.com
 Bangladesh
 25 Jul 25, 11:07 AM
 39           
 0
 25 Jul 25, 11:07 AM

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্মচর্চার সুযোগ বাড়ানো হবে॥ধর্ম উপদেষ্টা  

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্মচর্চার সুযোগ বাড়ানো হবে॥ধর্ম উপদেষ্টা   

নিউজ ডেস্কঃ কারাবন্দিরাও সমাজেরই অংশ, তাদের পূনর্বাসন ও ধর্মচর্চার সুযোগ দিতে হবে—এ কথা বলেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহম্পতিবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিভিন্ন অপরাধে কারাগারে থাকা বন্দিরা যেন পুনরায় অপরাধে না জড়ায়, সে জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ বাড়াতে হবে। সংশোধনের সুযোগ থাকা জরুরি।’ তিনি জানান, বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মুসলিম বন্দিদের জন্য একজন ধর্মীয় শিক্ষক কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী আরও শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের বন্দিদের জন্যও ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। কারাগারের ভিতরে মসজিদ বা মন্দির নির্মাণ নিরাপত্তাজনিত কারণে সম্ভব নয় বলে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘তবে ওয়ার্ডভিত্তিক বন্দিরা যেন সহজে ধর্মচর্চা করতে পারেন, সেজন্য জায়নামাজ, ধর্মীয় বই-পুস্তক, কার্পেটসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন