News71.com
 Bangladesh
 26 Jul 25, 11:18 PM
 36           
 0
 26 Jul 25, 11:18 PM

নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি॥ আবেদনপত্র জমার শেষ সময় ১০ আগস্ট  

নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি॥ আবেদনপত্র জমার শেষ সময় ১০ আগস্ট   

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নীতিমালা অনুযায়ী স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনভাবে নিবন্ধন পেতে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোকে আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর নির্ধারিত ফরম (EO-1) পূরণ করে আবেদন করতে বলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ইসি জানিয়েছে, সদ্য প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নতুন নীতিমালার মাধ্যমে ২০২৩ সালের পুরোনো নীতিমালা বাতিল করে এবং পূর্বের সংস্থাগুলোর বৈধতা স্থগিত করে নাসির উদ্দিন কমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন