News71.com
 Bangladesh
 26 Jul 25, 11:18 PM
 33           
 0
 26 Jul 25, 11:18 PM

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা॥  

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে আসেন। এ সময় তিনি বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন ওয়ার্ডে আহত রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি রাত ১০টা ২০ মিনিটে বার্ন ইনস্টিটিউট ত্যাগ করেন। স্বাস্থ্য বিভাগের হিসাবে, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দীন জানিয়েছেন, দগ্ধ রোগীদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। ১৫ জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামী বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন