News71.com
 Bangladesh
 27 Jul 25, 11:28 PM
 39           
 0
 27 Jul 25, 11:28 PM

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি॥

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি॥

নিউজ ডেস্কঃ ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় লিখিত (এমসিকিউ টাইপ) অংশে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে (১ম পর্যায়ে) স্বাস্থ্য ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৭ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে। এতে আরও বলা হয়েছে, যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন