News71.com
 Bangladesh
 28 Jul 25, 10:16 AM
 41           
 0
 28 Jul 25, 10:16 AM

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিশন॥  

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিশন॥   

নিউজ ডেস্কঃ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (২৭ জুলাই) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার প্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করা হলো।

সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খানকে সভাপতি করে এ কমিশন গঠন করা হয়। এছাড়াও কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (মন্ত্রণালয় মনোনীত) অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (মন্ত্রণালয় মনোনীত) অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (মন্ত্রণালয় মনোনীত) অতিরিক্ত সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার। আরও রয়েছেন- নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন