News71.com
 Bangladesh
 18 Aug 25, 10:01 AM
 20           
 0
 18 Aug 25, 10:01 AM

আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা॥  

আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা॥   

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (১৭ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে চারটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ, কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এসব সম্মেলন সম্পর্কে কূটনীতিকদের অবহিত করতেই এ ব্রিফিংয়ের আয়োজন।

আসছে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে রোহিঙ্গাবিষয়ক আরেকটি উচ্চপর্যায়ের সম্মেলন। আর কাতারের দোহায় ৬ ডিসেম্বর আয়োজিত হবে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তির দিনে (২৫ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশের মিশন, জাতিসংঘ সংস্থা এবং শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রতিনিধি ও বিদেশে অবস্থানরত রোহিঙ্গা নেতারা অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন