News71.com
 Bangladesh
 22 Aug 25, 10:12 PM
 3           
 0
 22 Aug 25, 10:12 PM

সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়॥  

সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়॥   

নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মিলেছে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বাসায় মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হওয়ার পর থেকে আর তার খোঁজ পাচ্ছিল না পরিবার। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকার নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ লাশটি উদ্ধার করে। কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। উদ্ধার করার পরে সবাই বলছেন, এটি সেই নিখোঁজ সাংবাদিক সাহেবের লাশ। তবে আমরা তার কাছে তেমন কোনো আইডি কার্ড (পরিচয়পত্র) পাইনি। মরদেহটির পরিচয় শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটি মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তার পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন