News71.com
 Bangladesh
 25 Oct 25, 02:14 PM
 32           
 0
 25 Oct 25, 02:14 PM

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করল সরকার॥  

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা স্থগিত করল সরকার॥   

নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে রজারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেনল মো. নুর-ই-আলম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন