News71.com
 Bangladesh
 20 Nov 25, 10:12 AM
 4           
 0
 20 Nov 25, 10:12 AM

সুপ্রিমকোর্টে তত্ত্বাবধায়ক সরকারের ভাগ‍্য নির্ধারণ হবে আজ॥

সুপ্রিমকোর্টে তত্ত্বাবধায়ক সরকারের ভাগ‍্য নির্ধারণ হবে আজ॥

নিউজ ডেস্কঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহালে দায়েরকৃত মামলার রায় আজ। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এই সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে (২০১১ সাল) রায় দিয়েছিলেন আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং এ-সংক্রান্ত আবেদনের ওপর আজ বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য রয়েছে।প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই রায় দেবেন। আপিল বিভাগের অপর ছয় সদস্য হলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন