News71.com
 Bangladesh
 21 Nov 25, 10:18 AM
 11           
 0
 21 Nov 25, 10:18 AM

ছাত্রলীগ পরিচয়ে স্কুল পড়ুয়া কারাগারে॥ বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ

ছাত্রলীগ পরিচয়ে স্কুল পড়ুয়া কারাগারে॥ বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ

 

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় ‘ছাত্রলীগ’ পরিচয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ কারণে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না সে। কারাবন্দি ইমরান হোসেন জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্কুল সুত্রে জানাগেছে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। বর্তমানে সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি। ‘ছাত্রলীগকর্মী’ সন্দেহে গত সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে, পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

 

পুলিশ জানায়, গত সোমবারশে্র গভীর রাতে আটকের পরদিন নাঙ্গলকোট থানায় ২৫ জনের নাম-পরিচয়সহ সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন এসআই আলমগীর হোসেন। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ৫০-৬০ জনকে। ওই মামলার ৬ নম্বর আসামি করা হয়েছে ইমরান হোসেনকে। গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার শিশু আদালত-১ এর মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এজাহারে ইমরানের পরিচয় ‘ছাত্রলীগকর্মী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন