News71.com
 Bangladesh
 22 Nov 25, 10:30 AM
 10           
 0
 22 Nov 25, 10:30 AM

সাপ্তাহিক ছুটির দিনে ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত ॥ মৃত ১০ আহত ৬ শতাধিক

সাপ্তাহিক ছুটির দিনে ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্প অনুভূত ॥ মৃত ১০ আহত ৬ শতাধিক

 

 

নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটির দিনে হঠাৎ তীব্র দুলুনিতে কেঁপে ওঠে ঘরবাড়ি। ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গত কয়েক দশকে এমন প্রাণঘাতী ভূমিকম্প আর দেখা যায়নি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের এই কম্পনে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ঢাকায় তিনজন, নারায়ণগঞ্জে একজন, গাজীপুরে একজন এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় শতাধিক মানুষ। ঘটনার পর শোকবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পনের পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের স্থায়িত্ব প্রায় ২৬ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস বলছে, মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং উপকেন্দ্র নরসিংদীর পশ্চিম-দক্ষিণপশ্চিমে। মাত্রার পার্থক্য থাকলেও ধাক্কাটা ছিল প্রবল। পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম– অল্প সময়েই ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতির খবর। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন