নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে জেএমবি সদস্য সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাটগ্রামের মোটেল প্যারাডাইস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকার কেরাণীগঞ্জের নবাবচর (খোলামোড়া) এলাকার আব্দুল খালেকের ছেলে শের খান (৪০), লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান (৭০) ও পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে জুয়েল হোসেন (৪০)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোটেল প্যারাডাইস হোটেলে অভিযান চালায় থানার পুলিশ। এ সময় জেএমবি সদস্য সন্দেহে শের খানকে আটক করা হয়। পরে, তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আব্দুর রহমান ও জুয়েল হোসেনকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দুপুরে আটক ব্যক্তিদের লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান ওসি।