News71.com
 Bangladesh
 11 Dec 25, 10:56 AM
 65           
 0
 11 Dec 25, 10:56 AM

পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগের বিধিমালা চুড়ান্ত॥

পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগের বিধিমালা চুড়ান্ত॥

নিউজ ডেস্কঃ কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ও সহকারী পুলিশ সুপার– এই তিন ধাপে পুলিশ বাহিনীতে জনবল নিয়োগ দেওয়া হয়। এসআই পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ট্রাফিক বিভাগে নিয়োগ দেওয়া হয় সার্জেন্ট।এবার সরাসরি এএসআই পদে জনবল নিয়োগ দিতে বিধি চূড়ান্ত করেছে সরকার।ইতিমধ্যেই পুলিশ বাহিনীতে এএসআইর ৮ হাজার পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে চার হাজার এএসআই হবেন। বাকি চার হাজার সরাসরি নিয়োগ পাবেন।

সরাসরি নিয়োগ দেওয়ার জন্য একটি বিধি তৈরি করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র, অর্থ, জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। দু-এক দিনের মধ্যে সরাসরি এএসআই নিয়োগের বিধির প্রজ্ঞাপন জারি হতে পারে। এই বিধিতে বলা হয়, শুধুমাত্র একবারের জন্য চার হাজার এএসআই সরাসরি নিয়োগ পাবে। পরে এর মধ্য কোনো পদ শূন্য হলে সেটি কনস্টেবল বা নায়েক থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এএসআই শূন্য পদের জন্য পরবর্তী সময়ে সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হবে না।

সুত্র মারফত জানাগেছে এএসআইর বিধিমালায় জনবল নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে সরাসরি যাদের নেওয়া হবে, তাদের জন্য কম্পিউটার পরীক্ষা রাখা হয়। সব মিলিয়ে ২৭৫ নম্বরের পরীক্ষা থাকবে। এর মধ্যে ইংরেজি ও বাংলা পরীক্ষা ১০০ নম্বরের। সাধারণ জ্ঞান ও গণিত ১০০ নম্বর। মনোবিজ্ঞান ৫০ নম্বরের। মৌখিক পরীক্ষা ২৫ নম্বরের। বুদ্ধিমত্তার পরীক্ষা ১০ নম্বরের। নিয়োগে বিবেচনার জন্য একশর মধ্যে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন