News71.com
 Bangladesh
 13 Dec 25, 11:30 AM
 26           
 0
 13 Dec 25, 11:30 AM

বিএনপি-জামাত ও এনসিপি নেতাদের যমুনায় বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা॥

বিএনপি-জামাত ও এনসিপি নেতাদের যমুনায় বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা॥

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের জন্য বিএনপি, জামায়াত ও এনসিপিকে ডেকেছেন।এরপর দুপুর ১২টার দিকে তিনি ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের পাশাপাশি ইনকিলাব মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাদির ওপর হামলার পর শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকা ওই বৈঠকে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে, হামলার ঘটনার পর আহত শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রধান উপদেষ্টা। টেলিফোনে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীর উদ্বিগ্ন ও মর্মাহত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন