News71.com
 Bangladesh
 13 Dec 25, 12:00 PM
 51           
 0
 13 Dec 25, 12:00 PM

সচিবালয় ভাতা দাবী করে গ্রেফতার ১৪ কর্মচারীকে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় রিমান্ডে॥  

সচিবালয় ভাতা দাবী করে গ্রেফতার ১৪ কর্মচারীকে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় রিমান্ডে॥   

নিউজ ডেস্কঃ ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলন থেকে গ্রেফতারের পর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১৪ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তায়েফুল ইসলাম, ইসলামুল হক ও মহসিন আলী, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি। এদিন তাদের আদালতে হাজির করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন