
নিউজ ডেস্কঃ প্রথিতযশা সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। সংস্থাটির দাবী জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । এজন্য আনিস আলমগীরকে গতরাতে ডিবি কার্যালয়ে থাকতে হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীর জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সঠিক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই আজ রাতে তাকে ডিবি কার্যালয়ে থাকতে হচ্ছে। এর আগে রাতে সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম তখন বলেছিলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।