News71.com
 Bangladesh
 15 Dec 25, 08:06 PM
 33           
 0
 15 Dec 25, 08:06 PM

সন্ত্রাসবিরোধী মামলায় আটক দেখিয়ে সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে॥  

সন্ত্রাসবিরোধী মামলায় আটক দেখিয়ে সাংবাদিক আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন