News71.com
 Bangladesh
 20 Dec 25, 01:20 PM
 31           
 0
 20 Dec 25, 01:20 PM

ঢাকার পরিস্থিতি দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ॥ সংসদীয় কমিটির রিপোর্ট

ঢাকার পরিস্থিতি দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ॥ সংসদীয় কমিটির রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা সঙ্ক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি বৃহস্পতিবার এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য "সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক (কৌশলগত) চ্যালেঞ্জ" তৈরি করেছে।

পাশাপাশি সংসদে পেশ করা ওই রিপোর্টে বলা হয়েছে পরিস্থিতি সরাসরি "বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়ত যাবে না", তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি।রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে "মানবিকতার দৃষ্টিভঙ্গি" থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন