News71.com
 Bangladesh
 20 Dec 25, 01:22 PM
 33           
 0
 20 Dec 25, 01:22 PM

ওসমান হাদীর হত‍্যার ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ॥

ওসমান হাদীর হত‍্যার ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ॥

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।সরকার তার মৃত‍্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেছে। আজ শনিবার দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন