News71.com
 Bangladesh
 20 Dec 25, 08:37 PM
 36           
 0
 20 Dec 25, 08:37 PM

অবশেষে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা॥  

অবশেষে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা॥   

নিউজ ডেস্কঃ উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৫ ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শাহনেওয়াজ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আসামিপক্ষে নাজনীন নাহারসহ কয়েকজন আইনজীবী কারাগারে তার পক্ষে ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন