
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া—জেআইএম) সমুদ্রপথে পরিচালিত ‘সিরি ২৩’ ক্যাটাগরির উসির (নির্বাসন) অভিযানের আওতায় ৭৮৩ জন ফিলিপাইনের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার সাবাহ রাজ্যের সানডাকান বন্দর থেকে নৌপথে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো এসব ব্যক্তির মধ্যে নবজাতক শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। তারা সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, বৈধ ভিসা বা পরিচয়পত্র না থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আগেই আটক হয়েছিলেন। সাবাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক এসএইচ সিত্তি সালেহা হাবিব ইউসুফ জানান, প্রত্যাবাসীতদের মধ্যে ৬৮৩ জন পুরুষ, ৭০ জন নারী এবং ১২ বছরের নিচে ২৮ জন শিশু রয়েছে। তাদের বয়স দুই বছর থেকে সর্বোচ্চ ৭৫ বছরের মধ্যে। তিনি বলেন, সাবাহ রাজ্যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি কমাতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।