News71.com
 Bangladesh
 21 Dec 25, 07:55 PM
 18           
 0
 21 Dec 25, 07:55 PM

ভাঙচুর-অগ্নিসংযোগকারীদের আর সুযোগ দেওয়া হবে না॥ইসি সানাউল্লাহ  

ভাঙচুর-অগ্নিসংযোগকারীদের আর সুযোগ দেওয়া হবে না॥ইসি সানাউল্লাহ   

নিউজ ডেস্কঃ ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আর কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকে যৌথ বাহিনীর অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন