News71.com
 Bangladesh
 21 Dec 25, 07:55 PM
 24           
 0
 21 Dec 25, 07:55 PM

মা‌র্কিন নাগ‌রিকদের জন্য চলাচলে সতর্ক বার্তা দূতাবাসের॥  

মা‌র্কিন নাগ‌রিকদের জন্য চলাচলে সতর্ক বার্তা দূতাবাসের॥   

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন। এদিন বাংলাদেশে অবস্থানরত মা‌র্কিন নাগরিকদের যারা ঢাকা শহর বা আশপাশে ভ্রমণ করার পরিকল্পনা করছে তাদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। রোববার (২১ ডিসেম্বর) এক বার্তায় এ নিদের্শনা দেয় ঢাকার মা‌র্কিন দূতাবাস।

বার্তায় মা‌র্কিন দূতাবাস বলেছে, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড়ো সমাবেশের পরিকল্পনা করেছে।

বার্তায় বলা হয়, এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে। এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই সময়ে ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন