News71.com
 Bangladesh
 21 Dec 25, 07:55 PM
 18           
 0
 21 Dec 25, 07:55 PM

হাদির হত্যাকারী সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য নেই॥ অতিরিক্ত আইজিপি  

হাদির হত্যাকারী সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য নেই॥ অতিরিক্ত আইজিপি   

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে পুলিশের কাছে কোন সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম। আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা জানতে আমাদের পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থা গুলো কাজ করছে। সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য এখনও পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কি না– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন