News71.com
 Bangladesh
 30 Dec 25, 01:19 PM
 37           
 0
 30 Dec 25, 01:19 PM

ভারত-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনায় হাইকমিশনারকে ঢাকায় তলব॥  

ভারত-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনায় হাইকমিশনারকে ঢাকায় তলব॥   

নিউজ ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডাক পাওয়ার পর সোমবার রাতেই তিনি ঢাকায় পৌঁছান।হাইকমিশনারের ঢাকা ফেরার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ও সরাসরি ধারণা নিতেই তাকে ঢাকায় তলব করা হয়েছে।

সূত্র অনুযায়ী, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও সাম্প্রতিক উত্তেজনা পর্যালোচনায় সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। আজ বা আগামী দিনের মধ্যে তারা দিল্লি ফেরত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠকে বসতে পারেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এসব ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্ক একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন