News71.com
 Bangladesh
 01 Jan 26, 01:11 PM
 36           
 0
 01 Jan 26, 01:11 PM

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ॥বিপজ্জনক অবস্থায় কায়রো  

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ॥বিপজ্জনক অবস্থায় কায়রো   

নিউজ ডেস্কঃ শীতের মৌসুমে বাতাস থাকে শুষ্ক। বেড়ে যায় ধূলিকণার পরিমাণ। আর এ কারণে বায়ুদূষণও বাড়তে থাকে। আজ বৃহস্পতিবার ঢাকার বায়ুমানের অবনতি হয়ে ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকায় দেখা যায়, বিশ্বের দূষিত শহর তালিকার ১২৭টি দেশের মধ্যে আজ ঢাকা চতুর্থ স্থানে রয়েছে। আর শীর্ষ অবস্থানে রয়েছে মিশরের কায়রো।বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষবিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ আইকিউএয়ারের সকাল ৯টা ৪০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২০৪, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আর শীর্ষে থাকা কায়রোর এয়ার কোয়ালিটি ইনডেস্ক স্কোর ৩২৩, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন