News71.com
 Bangladesh
 05 Jan 26, 11:07 AM
 17           
 0
 05 Jan 26, 11:07 AM

ভোটের আগে ও পরের কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্প সিল রাখার দাবী ইসির॥  

ভোটের আগে ও পরের কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্প সিল রাখার দাবী ইসির॥   

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশ নিতে না পারে এবং তাদের যেন অপরাধমূলক কাজে ব্যবহার করা না যায়, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ভালোভাবে করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।” নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই যৌথবাহিনীর অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হবে— অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার, নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় হলে তা মোকাবিলা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন