নিউজ ডেস্ক : নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বেসরকারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেশ এনার্জি লিমিটেডে আজ শুক্রবার বিদ্যুৎ ট্রান্সফরমারে অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, দেশ এনার্জি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ট্রান্সফরমারে অগ্নিকান্ডে আতংক সৃষ্টি হয়। ঢাকা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানাগেছে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি হাজীগঞ্জের একটি, ডেমরার দুটি, পোস্তগোলার দুটি ও ঢাকার দুটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভেতরে একটি ইউনিটে এগারো হাজার কেভি ৫টি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে মাঝখানের একটি ট্রান্সফরমায় আগুন লাগে।