
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিল যুক্তরাষ্ট্র। এর ফলে জাতিসংঘের এই সংস্থাটি তার বৃহত্তম দাতা সংস্থা হিসেবে আর কোনও সাহায্য পাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, কোভিড মহামারী চলাকালীন সংস্থাটিকে খুব বেশি ‘চীন-কেন্দ্রিক’ বলে সমালোচনা করেছিলেন।
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, মহামারীটির ভুল ব্যবস্থাপনা, সংস্কারে অক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলির রাজনৈতিক প্রভাবের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ‘এই প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ক্ষতিকর।’