
নিউজ ডেস্কঃ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগামী ২৮ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট উপ-পরিচালক মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানাগেছে। প্রশিক্ষণটি দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে চলবে। এ প্রশিক্ষণে প্রতি বিভাগ থেকে একজন উপ-মহাপরিচালক/পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং জেলা কমান্ড্যান্টকে (সকল) যাতে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে ইসি। সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে পাঁচলাখ বা তার কিছু বেশি আনসার সদস্য ভোটের দায়িত্বে নিয়োজিত থাকবেন।আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।