News71.com
 Bangladesh
 19 Feb 16, 05:47 AM
 1101           
 0
 19 Feb 16, 05:47 AM

অপরাধী শনাক্তে কাজ করবে ১১শ' সিসি ক্যামেরা ।। 'সবুজ ঢাকা ক্যাম্পেইন' এ নাগরিক সচেতনতায় সর্বাধিক গুরত্ব ডিএনসিসি মেয়রের

অপরাধী শনাক্তে কাজ করবে ১১শ' সিসি ক্যামেরা ।। 'সবুজ ঢাকা ক্যাম্পেইন' এ নাগরিক সচেতনতায় সর্বাধিক গুরত্ব ডিএনসিসি মেয়রের

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইভটিজিংসহ অপরাধী শনাক্ত করতে জুন মাসের মধ্যে ১১শ' সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে 'সবুজ ঢাকা ক্যাম্পেইন' অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, ১১শ' সিসিটিভি ক্যামেরা লাগতে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ক্যামেরা অন্ধকারের মধ্যেও মানুষকে শনাক্ত করতে পারবে। যত দ্রুত গতিতে গাড়ি চালানো হোক না কেন, সেই গাড়ি খুঁজে বের করা যাবে। সুতরাং যারা মাস্তানি করছেন যারা ইভটিজিং করছেন আমি মেয়র হিসেবে আহ্বান করছি এগুলো বন্ধ করেন।'

মেয়র আনিসুল হক বলেন, 'যেভাবে আমরা ময়লা ফেলি মেয়র হিসেব একশ' বছরেও এগুলো পরিষ্কার করা কঠিন। আমার দোকানের সামনে আমি ফেলছি। আপনার ড্রেনের সামনে আপনি ফেলছেন, কি করে পরিষ্কার হবে। খাল বড় করার চেষ্টা করা হচ্ছে কিন্তু খালগুলো কেউ না কেউ দখল করে আছে। কোনো মাস্তান দখল করে আছে। না হয় কোনো রাজনৈতিক নেতা দখল করে রাখছে।'

নাগরিক সচেতনতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, " সময় এসেছে রাস্তার ময়লা-আবর্জনা অপসারণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এসব কাজে অংশগ্রহন করার ।" মেয়র জানান উত্তর সিটি কর্পোরেশনে ১ লাখ ৭৮ হাজার ইউনিটের সদস্য নিজ বাসায় গাছ লাগালে ঢাকার পরিবেশ বাসযোগ্য ও তাপমাত্রা কমে আসবে। তাই, স্কুল, কলেজ, মেডিকেল ও রাস্তায় গাছ লাগানোর আহ্বান জানান আনিসুল হক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন