News71.com
 Bangladesh
 19 Feb 16, 07:17 AM
 1258           
 0
 19 Feb 16, 07:17 AM

ট্রি-ম্যান আবুলের প্রথম অস্ত্রোপচার আগামীকাল শনিবার।। প্রত্যাশা স্বাভাবিক জীবনের

ট্রি-ম্যান আবুলের প্রথম অস্ত্রোপচার আগামীকাল শনিবার।। প্রত্যাশা স্বাভাবিক জীবনের

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা ‘ট্রি-ম্যান’ আবুল বাজনাদারের প্রথম অস্ত্রোপচার আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এদিন সকাল ১১টায় তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন আরও বলেন, আবুল বাজনাদারের চিকিৎসায় প্রথমে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে সদস্য সংখ্যা বাড়িয়ে নয় সদস্যের বোর্ড করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার তার প্রথম অস্ত্রোপচার করা হবে।

প্রথমে ডান হাতের বৃদ্ধা এবং তর্জনী আঙ্গুলে অস্ত্রোপচার চালানো হবে। এই চেষ্টা সফল হলে ফের চেষ্টা করা হবে বসেও ডা:সামন্ত লাল সেন।

এর আগে স্বাস্থ্য খাতে এ রোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আবুল বাজনাদার স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার সকল চিকিৎসার খরচ সরকার বহন করবে।

জানাগেছে এপিডার্মো ডিসপ্লেশিয়া ভেরুকোফরমিস নামের এক ধরণের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি। গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন খুলনার এই বিরল রোগে আক্রান্ত রোগী আবুল আবুল বাজনাদার (২৬)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন