নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে চাঁদা নিতে গিয়ে তিন চাঁদাবাজ আটক হয়েছে। আটককৃতদের নাম সুমন (৩০), কুদ্দুস (৩২) এবং জামাল (২৮)। গতকাল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর এলাকায় জনৈক হাজী আবুল হোসেনের বাড়িতে গিয়ে ওই চাঁদাবাজরা ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদেরকে আটক করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
বাড়ির মালিক হাজী আবুল হোসেন বলেন, "গতকাল বৃহস্পতিবার রাতে আমার বাসায় তিন যুবক এসে চাঁদা দাবি করে। চাঁদা দেওয়ার জন্য তারা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে আমাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে এলাকাবাসী তা টের পেয়ে আমার বাসায় ঢুকে ওই তিন যুবককে আটক করে। খবর পেয়ে মডেল থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে ওই তিন যুবককে থানায় নিয়ে যান।" তিনি আরো বলেন, "সম্প্রতি কয়েকদিন আগেও ওই যুবকরা আমার বাসায় এসে আমাকে ভয়ভীতি দেখিয়ে সাত হাজার টাকা নিয়ে যায়। গতকাল এসেছিল আরো বেশি টাকা নেওয়ার জন্য, তার আগেই এলাকাবাসী তাদের ধরে ফেলে।" তবে কেন কিসের জন্য ওরা আপনার নিকট চাঁদা দাবি করছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন জানান, এলাকাবাসী চাঁদাবাজ দাবি করে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আগামীকাল শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।