নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইল এলাকা থেকে সাড়ে নয় হাজার ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- তপন বিশ্বাস ও গোলাম রাব্বানী ওরফে মিলন। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
শুক্রবার পাঠানো মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবা ও হেরোইন রয়েছে বলে আগে থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিতে তাদের তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছে নয় হাজার ৫০০ ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা থেকে মাদক এনে খুচরা ও পাইকারি মূল্যে বিভিন্নস্থানে বিক্রি করত বলে গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও এতে জানানো হয়।