নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে বারডেম হাসপতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারী ডালিম জানান, ওই ব্যক্তি আহত অবস্থায় রাস্তায় পাশে পড়ে ছিলেন। তার পরিচয় জানা যায়নি। তবে অন্যরা জানান, ওই ব্যক্তি রাস্তায় ভিক্ষা করতেন।
এ ব্যাপারে মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।