News71.com
 Bangladesh
 19 Feb 16, 09:34 AM
 1054           
 0
 19 Feb 16, 09:34 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরের শিরোইলের শান্তিবাগ এলাকা থেকে ওই শিক্ষার্থীর স্বামীর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ওই ছাত্রীর নাম ফারজানা আফরোজ ফাতেমা। তিনি ঈশ্বরদী বাবুপাড়া এলাকার মুন্সি সৈয়দুজ্জামানের মেয়ে ও বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

নগরের বোয়ালিয়া থানার এসআই সেলিম রেজা জানান, আজ দুপুরে নিজ ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দেন ফারজানা। এর পর তাঁকে অনেক ডাকাডাকি করেও না পেয়ে বাসার অন্য লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফারজানার ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর আশপাশের লোকজন লাশটি ফ্যান থেকে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ফারজানার সিমকার্ডসহ মোবাইল ফোন ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এসআই সেলিম রেজা জানান, ওই বাসার লোকজন পুলিশকে জানিয়েছে, দুপুরে মোবাইল ফোনে কথা বলছিলেন ফারজানা। একপর্যায়ে রাগ করে ফোনের লাইন কেটে দিয়ে ফোনটি ছুড়ে ফেলেন তিনি। এরপর ঘরের ভেতরে প্রবেশ করেন ফারজানা। ফারজানার ভাঙা মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হলেও তিনি কার সঙ্গে কথা বলছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফরজানা আফরোজ পড়াশোনার জন্য বছর তিনেক আগে রাজশাহীতে আসেন। এরপর রুবেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তা বিয়েতে গড়ায়। তবে বিষয়টি জানার পর দুই পরিবারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়নি। বিয়ের পর থেকে তারা নগরের শিরোইল শান্তিবাগ এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন ফারজানা আফরোজের বাবা সৈয়দুজ্জামান অভিযোগ করে বলেন, "রুবেলের পরিবার প্রতিনিয়ত আমার মেয়েকে নানাভাবে মানসিক নির্যাতন করতো। এ নিয়ে প্রায়ই রুবেলের সঙ্গে ফারজানার বাকবিতণ্ডা হত। এসব কারণে হয়তো আমার মেয়ে আত্মহত্যা করেছে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন