News71.com
 Bangladesh
 19 Feb 16, 11:56 AM
 1214           
 0
 19 Feb 16, 11:56 AM

রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ডিবি কর্মকর্তা আহত ।। আটক ২ জঙ্গী

রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ডিবি কর্মকর্তা আহত ।। আটক ২ জঙ্গী

নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় আজ শুক্রবার রাতে এক ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, অভিযানের সময় জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে এক ডিবি কর্মকর্তা আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ডিবি কর্মকর্তার নাম বাহাউদ্দিন ফারুকী। তিনি ডিবির (দক্ষিণ) পরিদর্শক পদে কর্মরত। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত আটটার দিকে বাড্ডার সাতারকুলের হোসেনপুরে এক জঙ্গি আস্তানায় অভিযান চালায় ডিবি। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি কর্মকর্তা( পরিদর্শক) বাহাউদ্দিন ফারুকী। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে জঙ্গীরা । এ সময় মাথা ও পিঠে গুরুতর আঘাত পান বাহাউদ্দিন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড্ডা এলাকায় জঙ্গী বিরোধী অভিযান চলছে বলে জানান ডিবির এক শীর্ষ কর্মকর্তা । ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম পিপিএম(বার) news71.com কে জানান , "জঙ্গীদের ধরার লক্ষ্যে সমগ্র বাড্ডা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে । ইতিমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। " তিনি আরও জানান , "জঙ্গী হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানির স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ আহম্মেদ সহ পদস্থ কর্মকর্তারা রয়েছেন। ইতিমধ্যেই আহত বাহাউদ্দিনের স্ক্যান করানো হয়েছে এবং বর্তমানে তিনি বিপদ মুক্ত ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন