নিউজ ডেস্ক : রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে অস্ত্রসহ চার চরমপন্থীকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী অমল বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেপ্তার করা হয়। পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরমপন্থী অমল বাহিনীর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ৮টি কার্তুজ ও তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলজানা গ্রামের লাল বড়াইয়ের ছেলে শ্যামল কুমার (৩৫), একই গ্রামের যতিন বিশ্বাসের ছেলে জগদিশ (৩২), নবগঠিত উপজেলা কালুখালীর সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের অজিত মন্ডলের ছেলে শুভ (২৩) ও একই গ্রামের আহমেদ শেখের ছেলে জহুরুল শেখ (৩০)।