News71.com
 Bangladesh
 20 Feb 16, 12:53 PM
 1022           
 0
 20 Feb 16, 12:53 PM

মনোনয়ন না পাওয়ায় বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

মনোনয়ন না পাওয়ায় বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হেনা সাকিলসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্বশত্রুতার জের ধরে আজ শনিবার সকাল ৯টার দিকে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় এ ঘটনা ঘটে। বাকি আহতরা হলেন : ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের ছেলে সৌরভ রায়হান, সমর্থক সিরাজুল ইসলাম, শামীম হোসেন ও রবিউল ইসলাম। আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু হেনা সাকিল জানান, তিনি সকালে মহিষকুড় মুক্তিযোদ্ধা অফিসে বসে সমর্থকদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় ছেলেসহ তাদের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ আমি মনোনয়ন পেয়েছি। দলীয় মনোনয়ন না পাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ ও তার সমর্থকরা আমার ওপর ক্ষিপ্ত। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন