News71.com
 Bangladesh
 20 Feb 16, 01:43 AM
 1015           
 0
 20 Feb 16, 01:43 AM

ঢাকা মেডিকেলে বৃক্ষমানব আবুলের দুটি আঙুলে সফল অস্ত্রোপচার সম্পন্ন ।।

ঢাকা মেডিকেলে বৃক্ষমানব আবুলের দুটি আঙুলে সফল অস্ত্রোপচার সম্পন্ন ।।

নিউজ ডেস্ক : বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। সকালে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর বুড়ো আঙুল ও তর্জনীতে অস্ত্রোপচার হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের আঙুলে অস্ত্রোপচার করে।

চিকিৎসকেরা বলছেন, শুরুতে রোগী অপুষ্টিতে ভুগছিলেন। এখন আর তা নেই। বিরল এই রোগে হাত-পায়ে গাছের শিকড়ের মতো কিছু গজায়। এ কারণে আক্রান্ত রোগীকে ট্রি-ম্যান বা বৃক্ষমানব বলা। আবুল বাজনদারসহ পৃথিবীতে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে শনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।

চিকিৎসক আবুল কালাম জানান, আবুলের বায়োপসি পরীক্ষায় ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাঁরা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন