News71.com
 Bangladesh
 20 Feb 16, 05:27 AM
 817           
 0
 20 Feb 16, 05:27 AM

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছে অ্যাম্বুলেন্সের ধাক্কা ।। রোগী নিহত, আহত আরো ৮ জন

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছে অ্যাম্বুলেন্সের ধাক্কা ।। রোগী নিহত,  আহত আরো ৮ জন

নিউজ ডেস্ক: বরগুনার আমতলীতে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এর ভেতরে থাকা এক রোগী নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালকসহ চারজন। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই রোগীর নাম কৃষ্ণ কান্ত শীল (৭০)। তিনি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত শীলের স্ত্রী অমরী রানী শীল (৫০) ও ওই পরিবারের দুই সদস্য হীরা লাল শীল (৪০) ও অমল শীল (৩৪) এবং চালক মো. হাসান (৩০)। আহতদের মধ্যে চালক হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং প্রতক্ষদর্শীরা জানান, পক্ষাঘাতগ্রস্ত কৃষ্ণ কান্ত শীলকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর বাড়ি থেকে চিকিৎসকের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে বরিশালে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বজনরা। এ সময় চালক বেপরোয়াগতিতে অ্যাম্বুলেন্সটি চালানোর কারণে সকাল ১১টার দিকে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জনৈক আজিজ চৌকিদারের বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী কৃষ্ণ কানত্ম শীল মাথায় আঘাত পান।

স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সবাইকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ কান্ত শীলকে মৃত্য ঘোষণা করেন। চালক হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজনকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতের স্ত্রী অমরী রানী শীল অভিযোগ করে বলেন, "চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।" এ ব্যাপারে আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, "এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করবেন না- মর্মে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ নিয়ে গেছেন।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন