নিউজ ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের হিসাবমতে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত কেবল যাত্রীবাহী সাতটি লঞ্চ দুর্ঘটনায় ২০৩ জন মানুষ মারা যায়। তিনি বলেন, ‘নৌ-দুর্ঘটনা রোধে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য দিলারা বেগমের এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মৌসুমে নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা সুনিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা স্থায়ী আদেশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।’
মন্ত্রী বলেন, ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচারসহ পোস্টার, ফেস্টুন এবং নদীবন্দর টার্মিনালে মেগাফোনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।’