নিউজ ডেস্ক : আগামী এপ্রিলের মধ্যেই সকল ফুটপাথ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আর এই কাজে সফল হতে পুলিশের পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও নাগরিকদের সহায়তা কামনা করেছেন তিনি ।শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় মুকুল ফৌজ মাঠে ‘সবুজ ঢাকা ক্যাম্পেন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএনসিসির উদ্যোগে নগরীকে সবুজ করার লক্ষ্যে নগরবাসীও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও প্রয়োজনীয় মাটি বিতরণ করা হয়।