নিউজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চারদিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা।
জানাগেছে গত ১৫ ফেব্রুয়ারি রাতে মায়ের সঙ্গে, শিবালয়ের মকবুল পাগলার মেলায় গান শুনতে যায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী। এ সময় কৌশলে তাকে একটি দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে স্থানীয় ৪০ বছর বয়সী আকবর আলী।
এ ঘটনায় পরদিন শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে দাবি করছে পুলিশ।